https://www.bd24live.com/bangla
ফরিদপুরে রচনা ও বইপাঠ প্রতিযোগিতার অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
হারুন-অর-রশীদ, ফরিদপুর থেকে: ফরিদপুরের ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগারের ২০১৮-১৯ অর্থ বছরের বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর শহরের ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠকক্ষে এ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মোঃ আমির হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ লেখক ও প্রফেসর মোশার্রফ আলী, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক প্রমুখ।
এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুব পিয়াল, আলফাডাংগা বাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীধাম কুমার বিশ্বাস, মির্জা মোঃ সাইফুল্লাহ, রেজাউল করিম, আনোয়ার হোসেন, তাহমিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।